১২ ডিসেম্বর, ২০১৭ ২০:৩১

এক মাস পর চশমা হিলে ফিরেছেন মহিউদ্দিন চৌধুরী

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

এক মাস পর চশমা হিলে ফিরেছেন মহিউদ্দিন চৌধুরী

দীর্ঘ এক মাস পর চট্টগ্রামে ফিরেছেন চট্টলার বর্ষীয়ান রাজনীতিবিদ এবিএম মহিউদ্দিন চৌধুরী। গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী প্রথমে ঢাকায় এবং পরবর্তীতে সিঙ্গাপুরে ও পরে আবারও ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে এখন সুস্থ (মহিউদ্দিন চৌধুরী) আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মঙ্গলবার সড়ক পথে এসে দুপুর ১টার দিকে বাবাকে(মহিউদ্দিন) নিয়ে নগরীর চশমা হিলের বাসায় পৌঁছান বলে জানান বড় ছেলে ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মহিউদ্দিনের সাথে ঢাকা থেকে এসেছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল ও ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সম্রাট, স্ত্রী হাসিনা মহিউদ্দিন, জামাতা ডা. সেলিম আকতার ও দুই মেয়ে। প্রিয় নেতার আগমন শুনে চশমা হিলে নেতাকর্মীরাসহ লোকে লোকারণ্য হয়ে উঠে তার বাসভবন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষও বাসার সামনে ভিড় জমান। গাড়ি থেকে নামিয়ে মহিউদ্দিনকে হুইল চেয়ারে নেওয়ার পর অনেকে তার পায়ে হাত দিয়ে সালাম করেন। মহিউদ্দিন হাসিমুখে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

প্রিয়নেতাকে পেয়ে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি একটা ফেইসবুকে স্ট্যাটাসে লিখেছেন, জনতার নেতা জনগণের কাছে ফিরে এসেছেন। মেয়র গলির চশমা হিলের বাসভবনে আবারও প্রাণের রং লেগেছে। নীরবে চট্টগ্রাম ফিরে আসার সিদ্ধান্ত হলেও প্রিয় নেতার আগমণের খবর কানে কানে পৌঁছে গিয়েছিলো চট্টগ্রামবাসীর কাছে। আগমণের আগে থেকে লোকে-লোকারণ্য হয়ে যায় চশমা হিলের বাসভবন। মাইক্রোবাসের দরজা সরিয়ে হুইল চেয়ারে বসার মুহূত্বে হাসিমুখে সবার চেহারায় চোখ বুলিয়ে নিলেন, মুচকি হেসে সবার সালামের জবাবও দিলেন একবার।

প্রসঙ্গত, চট্টগ্রামের নিজ বাসায় সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর শারিরীক অবস্থার অবনতি হলে ১১ নভেম্বর রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে বর্তমান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ অনেকেই দেখতে যান। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরদিন দুপুরে মহিউদ্দিনকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ নভেম্বর অসুস্থ মহিউদ্দিনকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর হসপিটালে মহিউদ্দিনের এনজিওগ্রাম এবং হার্টের দুটি ব্লকে রিং বসানো হয়। সিঙ্গাপুরে ১১ দিনের চিকিৎসা শেষে ২৬ নভেম্বর রাতে মহিউদ্দিনকে নিয়ে দেশে আসেন স্বজনরা। এরপর তাকে আবারও স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী টানা তিনবার নির্বাচিত হয়ে ১৭ বছর মেয়রের দায়িত্ব পালন করেন। চট্টগ্রামের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আন্দোলনে এখনো মহিউদ্দিন চৌধুরীর বিষয়টি সবার মুখে মুখে। এমনটাই মনে করেন বন্দরনগরীর মানুষ।  দলমত নির্বিশেষে সকলের শ্রদ্ধার মানুষ মহিউদ্দিন চৌধুরী।

বিডি-প্রতিদিন/১২ ডিসেম্বর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর