১৩ ডিসেম্বর, ২০১৭ ১৩:৩৫

বরিশালে পুলিশের বেষ্টনীতে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে পুলিশের বেষ্টনীতে বিএনপির বিক্ষোভ

বরিশালে পুলিশের বেষ্টনীতে বিক্ষোভ করেছে বিএনপি। তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে মহানগর এবং অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ করে উত্তর ও দক্ষিন জেলা বিএনপি।

মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, বিএনপি নেতা অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, সহকারি সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ অন্যরা।

এর আগে অশ্বিনী কুমার হলের সামনে দক্ষিন জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী এনায়েত হোসেন বাচ্চু সহ অন্যরা।

সমাবেশে বক্তরা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য আজ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এক কেজি চাল ৬০/৭০টাকায় কিনে খেতে হয়। পিয়াজের কেজি ১২০ টাকা। আজ দেশে কোন কিছুরই দাম কম নেই। এর কারণ সরকারের হাতে কোন কিছুরই নিয়ন্ত্রণ নেই। এই অগণতান্ত্রিক সরকার জোর করে ক্ষমতায় বসে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। বিনা ভোটে নির্বাচিত হয়ে আজ আমাদের পুলিশি বেষ্টনীতে মিছিল সমাবেশ করতে হচ্ছে, রাস্তায় নামতে দিচ্ছেনা।

এদিকে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে যে কোন অপ্রতিকর পরিস্থিতি রোধে সদর রোডসহ অশ্বিনী কুমার হল এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো।


বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর