১৩ ডিসেম্বর, ২০১৭ ১৪:২৫

পেটে গজ রেখে সেলাইয়ের ঘটনায় ক্ষতিগ্রস্তকে ৯ লাখ টাকা দেয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক

পেটে গজ রেখে সেলাইয়ের ঘটনায় ক্ষতিগ্রস্তকে ৯ লাখ টাকা দেয়ার নির্দেশ

পটুয়াখালীর বাউফলে সন্তান প্রসবের সময় করা অস্ত্রোপচারের সাড়ে তিনমাস পর পেট থেকে গজ বের করার ঘটনায় ক্ষতিগ্রস্থ মাকসুদা বেগমকে ৯ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

৯ লাখ টাকার মধ্যে অস্ত্রোপচারকারী ভুয়া চিকিৎসক রাজন দাস দেবে ৫ লাখ টাকা এবং বাকি ৪ লাখ টাকা দেবে বাউফলের সেই ক্লিনিক কর্তৃপক্ষ। আগামী ১৫ জানুয়ারির মধ্যে ওই টাকা ভুল অস্ত্রোপাচারে ক্ষতিগ্রস্ত বরিশালে মাকসুদা বেগমকে পরিশোধ করতে বলা হয়েছে।

গত ২২ জুলাই একটি জাতীয় দৈনিকে ‘সাড়ে তিন মাস পর পেট থেকে বের হল গজ!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন ২৩ জুলাই প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শহিদ উল্লা।

বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর