১৪ ডিসেম্বর, ২০১৭ ১৪:২৫

বরিশালে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৪ দোকান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৪ দোকান

প্রতীকী ছবি

বরিশাল সদর উপজেলার চরকাউয়া খেয়াঘাট বাজারে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতার সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণ করে। 

প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ফজরের নামাজ শেষে মুসল্লিরা খেয়াঘাট বাজারের একটি দোকান থেকে আগুনের কুন্ডলী দেখতে পান। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণ করে। এর আগেই ওই বাজারের মো. হারুন ও সেলিম হাওলাদারের চায়ের দোকান মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া মো. হুমায়ুন এবং মো. আলমগীরের আংশিক পুড়ে যায়। 

বরিশাল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন তারা। খবর পেয়ে তাদের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে ৪টি দোকান পুড়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহত হয়নি। 

 

বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর