১৪ ডিসেম্বর, ২০১৭ ২০:৩২

বিজয় মেলায় বুদ্ধিজীবীদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

বিজয় মেলায় বুদ্ধিজীবীদের স্মরণ

মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে। চট্টগ্রামের এ বিজয় মেলা মঞ্চে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ আলোচনায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। মেলা পরিষদের কো-চেয়ারম্যান ডা. সরফরাজ খান বাবুলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেলা পরিষদের কো চেয়ারম্যান রাজনীতিবিদ বদিউল আলম ও মহাসচিব মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। সঞ্চালনায় ছিলেন কবি তপন বড়ুয়া।

আজ আলোচনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ইতিহাস প্রমাণ করেছে জীবিত বঙ্গবন্ধুর চেয়ে প্রয়াত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী। তিন হাজার বছরে বঙ্গবন্ধুই প্রথম স্বাধীন রাষ্ট্র নায়ক।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রীর উদার নৈতিকতার বিরুদ্ধেও চক্রান্ত থেমে নেই। মুক্তিযুদ্ধের চেতনার সরকারের সুফল ঘরে তুলতে হলে ঐক্য ও সচেতনতার বিকল্প নেই।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর