১৫ ডিসেম্বর, ২০১৭ ১৯:৫২

শোকের সাগরে চট্টগ্রাম

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

শোকের সাগরে চট্টগ্রাম

স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজা শেষে চিরবিদায় নিয়েছেন চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী। তার মৃত্যুতে আজ দিনভর যেন থমকে দাঁড়িয়েছিল চট্টগ্রাম। নগরীর লালদীঘি পাড়ের জানাজাকে ঘিরে দুপুরের পর থেকেই নামে লাখো মানুষের ঢল। লালদীঘির মাঠে জানাজা হওয়ার কথা থাকলেও এর আশপাশের প্রায় ১০ কিলোমিটার জুড়ে ছিল জানাজা পড়তে আসা মানুষের স্রোত।
মহিউদ্দিনের পরিবারের স্বজনদের সমবেদনা জানাতে ছুটে এসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিরোধী দলের শীর্ষ নেতারাও জানিয়েছেন গভীর সমবেদনা।
চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন, রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটিসহ বিভিন্ন সংগঠন।
মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করে যুক্ত বিবৃতি পাঠিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ সালামসহ কার্যকরি কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
এছাড়া শোক প্রকাশ করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম ফজলুল হক, কেন্দ্রীয় সদস্য মোস্তফা কামাল পাশা, প্রফেসর এম.ডি.এম কামাল উদ্দিন, সাথী উদয় কুসুম বড়ুয়া, উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব কাজী আবদুল্লাহ আল হাসান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মে: জে: (অব:) কে এম শফিউল্লাহ বীরউত্তম, মহাসচিব সাংবাদিক হারুন হাবীব, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক বেদারুল আলম চৌধুরী বেদার, চট্টগ্রাম জেলার সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, চট্টগ্রাম মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক এডভোকেট বি.কে বিশ্বাস,
চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুন নেওয়াজ সেলিম, সহ-সভাপতি  সৈয়দ জামাল আহমেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক  মোঃ আবু তাহের, বাংলাদেশ কল্যাণ পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি মো. শাহজাদা আলম, চট্টগ্রাম মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. নূর মোহাম্মদ তালুকদার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক উত্তম চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল মনসুর মো: হাবিব, জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ রফিক উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ ভট্টাচার্য, মহানগর কমিটির সভাপতি অধ্যাপক নোমান আহমাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত দাশ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ চট্টগ্রাম বিভাগ এর সভাপতি প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, সহ সভাপতি অধ্যাপক এডভোকেট সুরত জামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক নোমান আহমদ ছিদ্দিকী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুরজিৎ দত্ত সৈকত, আমুস কেন্দ্রীয় সভাপতি মো: সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহিন প্রমুখ।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর