১৭ ডিসেম্বর, ২০১৭ ১৮:১৫

নর্দান বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের আলোচনা

নিজস্ব প্রতিবেদক

নর্দান বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের আলোচনা

মহান বিজয় দিবস উপলক্ষে নর্দান বিশ্ববিদ্যালয় রবিবার বনানী ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম।
সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্ল­াহ।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল করীম ও কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. রাশিদুল ইসলাম।
আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, একদিনে বাংলাদেশ স্বাধীন হয়নি। ধাপে ধাপে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এদেশ স্বাধীনতা লাভ করেছে। ১৯৭১ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষনে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ হয়েছিল গোটা জাতি। দেশের শ্রেষ্ঠ সন্তানেরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছে লক্ষ-কোটি মানুষ। মুক্তিযুদ্ধ আমাদের আমাদের অহঙ্কার।
বক্তারা বলেন, দীর্ঘ নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীনতা। এ স্বাধীনতাকে রক্ষা করতে হবে আমাদের। রক্তস্নাত জাতীয় পতাকা সমুন্নত রাখতে হবে। তারা আরও বলেন, আর এ দায়িত্ব নিতে হবে নতুন প্রজন্মকে। নতুন প্রজন্মকে সেভাবেই মহান মুক্তিযুদ্ধকে মূল্যায়ন করতে হবে।
তারা বলেন, আমাদের গর্ব করার অনেক জায়গা রয়েছে। নতুন প্রজন্মকে সাথে নিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। আমাদের অনেক সংকট রয়েছে। তারুণ্যের শক্তি দিয়ে এসব সঙ্কট থেকে জাতিকে উত্তরণ ঘটাতে হবে। তারা বলেন, তারুণ্যের শক্তিই একটি জাতির ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে।
আলোচকরা বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকবে। কিন্তু বাঙালি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের মধ্যে কোন ধরনের বিতর্কের অবকাশ থাকা উচিত নয়। অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা থেকে সরে যাওয়ার কোন সুযোগ নাই। ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রতিক্ষেত্রেই এগিয়ে যাচ্ছি আমরা। আর সৃষ্টিশীল তারুণ্য এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর