১৮ ডিসেম্বর, ২০১৭ ০১:৫৩

শাহজালালে ৩ কোটি ৬৯ লক্ষ টাকার সোনা জব্দ

অনলাইন ডেস্ক

শাহজালালে ৩ কোটি ৬৯ লক্ষ টাকার সোনা জব্দ

ফাইল ছবি

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ যাত্রীর কাছ থেকে ৭.৩৭ কেজি সোনা উদ্ধার করেছে কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ দল। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৬৯ লক্ষ টাকা। 

কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ দল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমান বন্দরে চট্টগ্রাম থেকে আসা রিজেন্ট ৭৮৭ (ব্যাংকক-চট্টগ্রাম-ঢাকা) ফ্লাইটের যাত্রী ইব্রাহীমের নিকট থেকে ৩.৫৯ কেজি, মো. মহসীনের নিকট থেকে ১.৯৯ কেজি এবং রেকনোজ্জামানের নিকট থেকে ১.৭৯ কেজি স্বর্ণবার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণবারগুলো যাত্রীদের বহনকৃত ট্রলি ব্যাগের হাতলের পাইপের ভিতর লুকানো অবস্থায় ছিল। যা গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করা হয়। এ ব্যাপারে শুল্ক আইন ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।

বিডি প্রতিদিন/মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর