Bangladesh Pratidin

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০১৭ ১১:৫২ অনলাইন ভার্সন
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৭ ১৪:৫৭
ব্যাগ নয়, ছিনতাইকারী নিয়ে গেল ৫ মাসের শিশুর প্রাণ
অনলাইন প্রতিবেদক
ব্যাগ নয়, ছিনতাইকারী নিয়ে গেল ৫ মাসের শিশুর প্রাণ
প্রতীকী ছবি

পুরান ঢাকার গেণ্ডারিয়া রেলস্টেশন থেকে দয়াগঞ্জ যাওয়ার পথে নামাপাড়া এলাকায় ছিনতাইকারীর ছোবলে ব্যাগ নয়, প্রাণ হারালো পাঁচ মাসের এক শিশু সন্তান। মায়ের কোল থেকে মুহূর্তেই চলে গেল না ফেরার দেশে। সোমবার ভোরে রিকশাযোগে সন্তানকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন বাবা শাহ আলম ও মা আকলিমা।

শিশুটির বাবা জানান, ভোরের ফাঁকা রাস্তায় রিকশা দিয়ে যাওয়ার সময় পথিমধ্যে নামাপাড়া বস্তি থেকে এক যুবক তার স্ত্রীর কাছে থাকা কাপড়ের ব্যাগটি হেঁচকা টান দেয়। অথচ ব্যাগের মধ্যে ছিল শুধু বাচ্চার ওষুধপত্র। এ ঘটনায় শিশুটি এবং তার মা দু'জনই রাস্তায় পড়ে যায়। পরে গুরুতর জখম অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এই ঘটনায় জড়িত ব্যক্তিতে আটকের জন্য ইতিমধ্যে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছেন বলে জানিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন) ইফতেখাইরুল ইসলাম।

বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৭/মাহবুব

আপনার মন্তব্য

up-arrow