১৫ জানুয়ারি, ২০১৮ ১৯:১৭

নিউ মার্কেটে ভেতরে গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

নিউ মার্কেটে ভেতরে গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা

সংগৃহীত ছবি

রাজধানীর নিউ মার্কেটের ভেতরে সকল ধরনের গাড়ি পার্কিংয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ'র হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে রিট আবেদনটি দায়ের করেন মানবাধিকার সংগঠন 'সমাজের প্রতি যুব উদ্দোগ' এর সভাপতি আইনজীবী ইমতিয়াজ আহমেদ।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। 

আদেশের পরে আইনজীবী ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন বলেন, আদালত নিউ মার্কেটের ভেতরে সব ধরনের পার্কিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। একইসঙ্গে আদালত দুটি রুল জারি করেছেন। 

তিনি আরও বলেন, রুলে নিউ মার্কেটের ভেতর পার্কিং বন্ধে বিবাদীদের নিষ্ক্রিদ্ধয়তা কেন অবৈধ হবে না এবং নিউ মার্কেটের ভেতর অবৈধ পার্কিং রোধে প্রয়োজনীয় পদপে গ্রহণ না করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়েছেন। দুই সপ্তাহের মধ্যে এলজিআরডি সচিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীসহ সংশ্লিষ্ট সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর