১৫ জানুয়ারি, ২০১৮ ১৯:৪৯

বাংলাদেশই হচ্ছে বাংলা ভাষার রক্ষক : প্রণব মুখার্জি

অনলাইন ডেস্ক

বাংলাদেশই হচ্ছে বাংলা ভাষার রক্ষক : প্রণব মুখার্জি

ফাইল ছবি

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, 'বাংলাদেশই হচ্ছে বাংলা ভাষার রক্ষক।  তাই এখানেই তো আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন।  আর যারা আন্দোলন করে বাংলা ভাষাকে রক্ষা করেছেন তাদের আমরা শ্রদ্ধা জানাই। গর্বের বিষয় একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে।'

বাংলা একাডেমির নজরুল মঞ্চে সোমবার বিকেলে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ১৩ জানুয়ারি বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, 'আমি পড়ুয়া, পড়তে ভালবাসি। তবে রাজনৈতিক জীবনে পড়তে পারিনি। রাষ্ট্রপতি হিসেবে তেমন কাজ ছিলো না। তবে ভারতের রাষ্ট্রপতি ভবনে এত বই রয়েছে যে তিনবার রাষ্ট্রপতি হলেও তা পড়ে শেষ করা যাবে না।'

বিডিপ্রতিদিন/ ১৫ জানুয়ারি, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর