১৬ জানুয়ারি, ২০১৮ ১৭:৩২

উত্তর সিটি নির্বাচন নিয়ে রিটের আদেশ বুধবার

অনলাইন ডেস্ক

উত্তর সিটি নির্বাচন নিয়ে রিটের আদেশ বুধবার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং সম্প্রসারিত অংশের নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট আবেদনের ওপর আদেশ দেওয়া হবে আগামীকাল বুধবার।

পৃথক দুই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ আদেশের এই দিন ঠিক করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কউন্সিলর নির্বাচনের জন্য গত ৯ জানুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেখানে ২৬ ফেব্রুয়ারি ভোট হওয়া কথা রয়েছে।

বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর