১৬ জানুয়ারি, ২০১৮ ২১:০৫

'গণমাধ্যম সরকার ও জনগণের মাঝে সেতুবন্ধন রচনা করে'

অনলাইন ডেস্ক

'গণমাধ্যম সরকার ও জনগণের মাঝে সেতুবন্ধন রচনা করে'

ফাইল ছবি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, পর্যটনের প্রসারে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। গণমাধ্যম সরকার ও জনগণের মাঝে সেতুবন্ধন রচনা করে। 

মঙ্গলবার সচিবালয়ে এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম (এটিজেএফবি) নেতৃবৃন্দ সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। 

সময়ের সাথে এভিয়েশন ও পর্যটনশিল্পের গুরুত্ব বেড়েই চলেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, পর্যটনের গুরুত্ব ও সম্ভাবনার কথা তুলে ধরতে জনমত- সংগঠন ও সরকারের উচ্চ পর্যায়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 

এসময় তিনি সম্ভাবনায় পর্যটন স্থান ও স্থাপনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

এ সময় সংগঠনের সভাপতি নাদিরা কিরন ও সাধারণ সম্পাদক তানজিম আনোয়ারসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/১৬ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর