১৭ জানুয়ারি, ২০১৮ ১৪:৩৯

লাল পতাকা হাতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

লাল পতাকা হাতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ

সংগৃহীত ছবি

বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে খুলনায় লাল পতাকা বিক্ষোভ মিছিল করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। বুধবার দুপুরে নগরীর খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকায় শ্রমিকরা লাল পতাকা হাতে ট্রাকযোগে বিক্ষোভ মিছিল করে। এসময় তারা দ্রুত মজুরি কমিশন গঠন ও বকেয়া মজুরি প্রদানের দাবি জানান।

এর আগে সকালে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত্ব পাটকলের শ্রমিকরা স্ব স্ব মিলে গেটের সামনে অবস্থান  নেয়। এসব গেট সভায় বক্তৃতা করেন আন্দোলন কমিটির কার্যকরী কমিটির আহ্বায়ক সোহরাব হোসেন ও খুলনা-যশোর রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক সিবিএ-ননসিবিএ পরিষদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

শ্রমিকরা জানায়, বকেয়া মজুরি পরিশোধের দাবিতে টানা কর্মবিরতিতে গত ২৮ ডিসেম্বর থেকে খুলনার রাষ্ট্রায়ত্ত ৮টি পাটকলে উৎপাদন বন্ধ রয়েছে। এসব পাটকলে ৫ থেকে ১২ সপ্তাহের মজুরি বাবদ ২৫ হাজার শ্রমিকের পাওনা রয়েছে প্রায় ৪০ কোটি টাকা।

বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর