১৭ জানুয়ারি, ২০১৮ ১৫:৫৫

ডিএনসিসি'র নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা ইসির

অনলাইন ডেস্ক

ডিএনসিসি'র নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা ইসির

সংগৃহীত ছবি

হাইকোর্ট থেকে ৩ মাসের স্থগিত অাদেশ দেওয়ার পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সকল নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বুধবার দুপুরে অাগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন অাহমদ একথা জানান।

সকল প্রস্তুতি নিয়েই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল দাবি করে ইসি সচিব আরও বলেন, রায়ের কপি পেলে আইনজীবীদের সঙ্গে কথা বলে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে। অাশা করি অাজকে বিকেলের মধ্য রায়ের কপি অামরা পেয়ে যাবো।
 
মনোনয়নপত্র সংগ্রহকারীদের নতুন করে আর মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে বলেও জানান হেলালুদ্দীন অাহমদ। তিনি বলেন, তফসিল এটাই থাকবে শুধু নির্বাচনের তারিখটি পিছাবে।

এর আগে, পৃথক দুই রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার সকালে ডিএনসিসির উপনির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। 

বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৮/মাহবুব
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর