১৭ জানুয়ারি, ২০১৮ ১৬:২২

কী সুন্দর খেলা : খন্দকার মোশাররফ

অনলাইন ডেস্ক

কী সুন্দর খেলা : খন্দকার মোশাররফ

ফাইল ছবি

হাইকোর্টের আদেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন স্থগিতের বিষয়টাকে 'কী সুন্দর খেলা' বলে মন্তব্য করেছে বিএনপি।

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ মন্তব্য করেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, একটু আগেই নির্বাচন স্থগিত করা হয়েছে বলে খবর পেলাম। কী সুন্দর খেলা! সরকার যখন বুঝতে পেরেছে যে উত্তর সিটি করপোরেশনের মেয়র উপ-নির্বাচনে তাদের ভরাডুবি হবে, তখন কোর্টে নিজেদের লোক দিয়ে রিট করিয়ে নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে।

এ সময় দেশে গণতন্ত্র ‘ফিরিয়ে আনতে’ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই নেতা।

এর আগে, পৃথক দুই রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার সকালে ডিএনসিসির উপনির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। 

প্রসঙ্গত, আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কউন্সিলর নির্বাচনের জন্য গত ৯ জানুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেখানে ২৬ ফেব্রুয়ারি ভোট গ্রহণের কথা বলা হয়।

বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৮/মাহবুব
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর