১৭ জানুয়ারি, ২০১৮ ১৭:০১

খুলনায় ৪৭তম উপ-আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ৪৭তম উপ-আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

৪৭তম উপ-আঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুরু হয়েছে। বুধবার খুলনা জিলা স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর টি এম জাকির হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় খুলনার ১০ জেলার জেলা শিক্ষা অফিসার এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, খুলনা বিভাগের ছেলেমেয়েরা সবসময় খেলাধুলায় নৈপুণ্য দেখাচ্ছে। পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া চর্চায় গুরুত্ব দিতে হবে। অনুশীলনের মাধ্যমেই একজন ভাল ক্রীড়াবিদ তৈরি হয়। শিক্ষার্থীদের আলোকিত মানুষ এবং সকল ক্ষেত্রে তাদের দক্ষতা অর্জনে সচেষ্ট হতে হবে। উপ-আঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, খুলনা অঞ্চল অনুষ্ঠানের আয়োজন করে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর