১৭ জানুয়ারি, ২০১৮ ১৭:৩৩

চাকরি পেলেন সেই পূর্ণিমা

অনলাইন ডেস্ক

চাকরি পেলেন সেই পূর্ণিমা

চাকরি পেলেন ২০০১ সালে সিরাজগঞ্জে গণ-ধর্ষণের শিকার হওয়া পূর্ণিমা শীল। তাকে পারসোনাল অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

পূর্ণিমা শীলের চাকরির বিষয়ে ফেসবুকে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম লিখেছেন, 'মনে পড়ে সেই পূর্ণিমাকে? ২০০১ এর ১ অক্টোবর নির্বাচন-পরবর্তী বিএনপি-জামাতের পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছিল ১৪ বছরের মেয়েটি। হ্যাঁ, আমি সিরাজগঞ্জের সেই পূর্ণিমা শীলের কথা বলছি। আজ আমি গর্বিত আমি পূর্ণিমাকে আমার 'পার্সোনাল অফিসার' হিসাবে নিয়োগ দিলাম। পূর্ণিমা, তোমাকে আমরা ভুলে যাইনি। জীবনের অন্ধকার রূপ তুমি দেখেছো, আলোর জগতে তোমায় স্বাগতম। শুরু হোক নতুন পথচলা। তোমাকে অভিবাদন প্রিয় পূর্ণিমা।'

উল্লেখ্য, ২০০১ সালে ১৩ বছর বয়সে গণ-ধর্ষণের শিকার হয়ে খবরের শিরোনাম হয়েছিল পূর্ণিমা শীল। ঐ ঘটনার দুঃস্বপ্ন কাটিয়ে উঠে এখন জীবনকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন পূর্ণিমা।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর