১৮ জানুয়ারি, ২০১৮ ০১:০০

চুলায় কাপড় শুকাতে গিয়ে মা-ছেলে দগ্ধ

অনলাইন ডেস্ক

চুলায় কাপড় শুকাতে গিয়ে মা-ছেলে দগ্ধ

রাজধানীর মগবাজার নয়াটোলায় গ্যাসের চুলা থেকে লাগা আগুনে মা ও ছেলে দগ্ধ হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- রওশন আরা বেগম (৬৫) ও তার ছেলে আতিকুল ইসলাম (৩৫)। দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে নেওয়া হয়। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আতিকুল। তারা নয়াটোলার একটি বাসায় থাকেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করেছেন।   

দগ্ধ আতিকুলের ভাবি নাজমা বেগম জানান, মগবাজার নয়াটোলার ১৪৪-এ নম্বর টিনসেড বাসায় থাকেন তারা। সন্ধ্যায় রওশন আরা রান্না ঘরে গ্যাসের চুলায় ভেজা জামা-কাপড় শুকাতে দিচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত তার পড়নের কাপড়ে আগুন লেগে যায়। এসময় মায়ের চিৎকারে আতিকুল ছুটে যান। পরে তিনি মা রওশন আরার গায়ে লাগা আগুন নেভাতে পারলেও তিনিও দগ্ধ হন।

বার্ণ ইউনিটের কর্তব্যরত চিকিৎসক বলেন,  রওশনের দুই হাত, পাসহ শরীরের কিছু অংশ ও আতিকুলের দুই হাত ও পা দগ্ধ হয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর