১৯ জানুয়ারি, ২০১৮ ২৩:৪৯

বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান-বাজনা, প্রতিবাদ করায় বৃদ্ধকে হত্যা!

অনলাইন ডেস্ক

বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান-বাজনা, প্রতিবাদ করায় বৃদ্ধকে হত্যা!

সংগৃহীত ছবি

রাজধানীর ওয়ারীতে বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদ করায় শারীরিকভাবে অসুস্থ বৃদ্ধ নাজমুল হককে (৬৫) হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে গোপীবাগের রামকৃষ্ণ মিশন রোডের ৪৪ নাম্বার 'লা কেসেন্দ্রা' নামক একটি ভবনে এই ঘটনা ঘটেছে।

নিহত নাজমুল হকের ছেলে নাসিমুল হক রাতে বলেন, গতকাল রাতে আমাদের বাসার ছাদে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। আমার বাবা আগে থেকেই অসুস্থ ছিলেন। উচ্চ শব্দে বাবা আরও বেশি অসুস্থ হয়ে পড়ায় আমরা বাসার ছাদে যাই। 

সেখানে চলা অনুষ্ঠানের গান-বাজনার আওয়াজ কমাতে অনুরোধ করি। কিন্তু তারা সাউন্ড বন্ধ না করে বাক-বিতাণ্ডা শুরু করেন। এরই জেরে শুক্রবার সকালে ভবনের নিচতলায় আলতাব, বর হৃদয়, নিলয় এবং আরও কয়েকজন মিলে বাবা ও আমাকে মারধর করে। বেধড়ক মারধরে বাবা অজ্ঞান হয়ে পড়েন।
 
এরপর তাৎক্ষণিকভাবে বাবাকে আজগর আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. সেলিম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।

বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর