২০ জানুয়ারি, ২০১৮ ১৯:৪৭

'সিলেট-৩ আসন খেলাফত মজলিসকে ছেড়ে দিতে হবে'

নিজস্ব প্রতিবেদক, সিলেট

'সিলেট-৩ আসন খেলাফত মজলিসকে ছেড়ে দিতে হবে'

খেলাফত মজলিসের আমীর ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক বলেছেন, বর্তমান সরকারের সময়ে সারাদেশে গুম, খুন আর ধর্ষণের ঘটনা অন্ধকার যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। এই সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। ক্ষমতার পালাবদলে দেশের মানুষের সুদিন ফিরবে। 

শনিবার সিলেটের দক্ষিণ সুরমা কলেজ সংলগ্ন মাঠে খেলাফত মজলিস আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি বলেন, আমরা ২০ দলীয় জোটের সাথে আছি। তাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। কিন্তু আগামী নির্বাচনে সিলেট-৩ আসনে কোন ছাড় দেয়া হবে না। জোটের প্রার্থী হিসেবে সিলেট-৩  আসন খেলাফত মজলিসকে ছেড়ে দিতে হবে। এ আসন থেকে খেলাফত মজলিসের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

দক্ষিণ সুরমা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা মজলিসের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব দিলওয়ার হোসাইন। 

বিডি প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর