২১ জানুয়ারি, ২০১৮ ১৩:০২

প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন

স্কুলছাত্র আবীর ও সালেহ এবং কলেজছাত্রী সাথী হত্যাকান্ডের বিচার এবং বস্তিবাসী ভূমিহীন সন্তানদের স্কুল-কলেজের বেতন মওকুফসহ বিভিন্ন দাবিতে বরিশালে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। 

এ উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় জেলা ছাত্র সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি সন্তু মিত্রের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, হাসিবুল ইসলাম, মতিউর রহমান রিমন, সাইফুল ইসলাম খান ও জোহরা বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা স্কুলছাত্র আবীর ও সালেহ এবং কলেজছাত্রী সাথী হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার, বস্তিবাসী ভূমিহীনদের সন্তানদের স্কুল-কলেজের বেতন মওকুফ, প্রশ্নপত্র ফাঁস ও কোচিং বাণিজ্য বন্ধ করা, শিক্ষার বাণিজ্যিকীকরণ ও সাম্প্রদায়িকীকরণ বন্ধের দাবি জানান। 


বিডি প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর