২১ জানুয়ারি, ২০১৮ ১৪:১৯

সাভারে সরকারি খাল উদ্ধার

নাজমুল হুদা, সাভার:

সাভারে সরকারি খাল উদ্ধার

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী এলাকায় প্রভাবশালীদের দখলে থাকা শত বছরের একটি সরকারি খাল উদ্ধার করেছেন ইউপি চেয়ারম্যান।

রবিবার দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী এলাকায় প্রভাবশালীদের দখলে থাকা খালটি উদ্ধার করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ফখরুল আলম সমর।
এলাকাবাসী জানায়, প্রায় শত বছর ধরে তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী নতুনপাড়া খালটি দখল করে বিভিন্ন ঘর বাড়ি করে ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন প্রভাবশালীরা। পরে আজ দুপুরে ওই খালটি ভেকু দিয়ে উদ্ধার করেন ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর। খালটি এখন নতুন ভাবে প্রাণ ফিরে পাচ্ছে। খালটি ৮০ ফিট। খালটি ধলেশ্বরী নদীতে গিয়ে মিশেছে।
খাল উদ্ধারের সময় উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউপি সদস্য আইয়ুব আলী, আলমাস মোল্ল্যা, রফিকুল ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি কাইয়ুম, ব্যবসায়ী এমদাদুল হক অতুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর