২৩ জানুয়ারি, ২০১৮ ১১:১৩

শিক্ষামন্ত্রীর পিওসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

শিক্ষামন্ত্রীর পিওসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ঘুষ গ্রহণ ও প্রদানের অভিযোগে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেন, লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসির উদ্দিনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার মধ্যরাতে ডিবির এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। গ্রেফতার তিনজনকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে।

রবিবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশ ঘুষ-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে শিক্ষামন্ত্রণালয়ের দুইজনকে ও জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে লেকহেড স্কুলের মালিক খালেদ হোসেন মতিনকে গ্রেফতার করে। মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিনের কাছ থেকে এ সময় ১ লাখ ৩০ হাজার টাকাও উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর গোয়েন্দারা তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোতালেব হোসেন ও নাসির উদ্দিনের বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষ লেনদেনের তথ্য পেয়েছেন।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর