২৪ জানুয়ারি, ২০১৮ ১৩:৩১

'ঢাবির ঘটনায় যারাই জড়িত থাক আইনের আওতায় আনা হবে'

অনলাইন ডেস্ক

'ঢাবির ঘটনায় যারাই জড়িত থাক আইনের আওতায় আনা হবে'

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য কার্যালয়ে হামলা, ভাংচুর ও সংঘর্ষের ঘটনায় যারাই জড়িত থাক সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বেলা ১১টায় রাজধানীর মা‌নিক মিয়া এভিনিউয়ে বিআর‌টিএ’র মোবাইল কোর্ট প‌রিদর্শনকা‌লে এ কথা জানান তিনি। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা খতিয়ে দেখা হবে জানিয়ে ওবায়দুল কা‌দের ব‌লেন, উপাচার্যকে অবরুদ্ধ ক‌রে হামলার চেষ্টা হ‌য়ে‌ছি‌ল। ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে এসে তাকে উদ্ধার ক‌রে‌ছে।

তিনি জানান, উবার, স্যাম, পাঠাও এসব নতুন প্রযুক্তির প‌রিবহন সু‌বিধাগু‌লোর বিষয়ে নী‌তিমালা পাস হ‌য়ে‌ছে। এতে সিএন‌জি অটোরিকশায় মিটার ব্যবহা‌রের প্রবণতা বাড়‌বে।

বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর