২৪ জানুয়ারি, ২০১৮ ১৩:৩৮

'‌যানজট নিয়ন্ত্র‌ণে ফেব্রুয়া‌রিতে অভিযান চালাবে ডিএস‌সি‌সি'

অনলাইন ডেস্ক

'‌যানজট নিয়ন্ত্র‌ণে ফেব্রুয়া‌রিতে অভিযান চালাবে ডিএস‌সি‌সি'

ফাইল ছবি

রাজধানীর যানজট নিয়ন্ত্র‌ণে ফেব্রুয়া‌রি মাসব্যাপী ঢাকা দক্ষিণ সি‌টি করপো‌রেশন এলাকায় অ‌ভিযা‌ন চালানো হবে বলে জানিয়েছেন ডিএস‌সি‌সির মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, অ‌ভিযানে ফুটপাত অ‌বৈধ দখলমুক্ত করা ও রাস্তায় অ‌বৈধ গাড়ি পা‌র্কিং বন্ধ করা হ‌বে। 

বুধবার ডিএস‌সি‌সির ব্যাংক ফ্লো‌রে দ্বাদশ করপো‌রেশন সভায় এ সিদ্ধান্ত হয়। এ সময় ডিএস‌সি‌সির প্রধান সম্প‌ত্তি কর্মকর্তার নেতৃ‌ত্বে এক‌টি ক‌মি‌টি গঠন ক‌রা হ‌য়ে‌ছে বলেও জানান মেয়র। 

সভায় আরও উপস্থিত ছিলেন ডিএম‌পি ক‌মিশনার আছাদুজ্জামান মিয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালক জয়নাল আ‌বে‌দিন, ডিএস‌সি‌সির সিইও খান মোহাম্মদ বিলাল, প‌রিবহন বি‌শেষজ্ঞ প্র‌কৌশলী শামসুল হক, নগর বি‌শেষজ্ঞ স্থপতি ইকবাল হা‌বিব, মানাস সভাপ‌তি অধ্যাপক ডা. অপরূপ চৌধুরী, বি‌ভিন্ন ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর ও ডিএস‌সি‌সির কর্মকর্তারা।

অভিযান ক‌মি‌টির অন্য সদস্যরা হ‌লেন ডিএস‌সিসি ট্রা‌ফিকের যুগ্ম ক‌মিশনার, স্থানীয় ওয়ার্ড কাউ‌ন্সিলর, জোনের আঞ্চ‌লিক নির্বাহী কর্মকর্তা ও ডি‌পি‌ডি‌সির প্র‌তি‌নি‌ধি।

বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর