২৪ জানুয়ারি, ২০১৮ ১৪:৪৪

টানা ধর্মঘটে বরিশালে ২ সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানে অচলাবস্থা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

টানা ধর্মঘটে বরিশালে ২ সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানে অচলাবস্থা

১১ দফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের টানা ধর্মঘটে অচলাবস্থার সৃষ্টি হয়েছে বরিশাল বিভাগের ২ সহস্রাধিক বেসরকারী স্কুল, কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে। এই দাবিতে শিক্ষক-কর্মচারীরা পর্যায়ক্রমে মানববন্ধন, মিছিল, সমাবেশ এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। কিন্তু সরকার তাদের দাবি অগ্রাহ্য করায় বাধ্য হয়ে গত ২২ জানুয়ারী থেকে টানা ধর্মঘট শুরু করেন তারা। 

এদিকে ধর্মঘটের কারণে বরিশালে বেসরকারি কোন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। যার ফলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। 

বরিশাল বিভাগীয় শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির সমন্বয়কারী অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল জানান, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় তারা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন। সরকার তাদের দাবি মেনে নিলেই ক্লাশে ফিরবেন তারা। 


বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর