১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ১২:২৯

রাজধানীতে ইউলুপের বিম ভেঙে পড়ল রাস্তায়

অনলাইন ডেস্ক

রাজধানীতে ইউলুপের বিম ভেঙে পড়ল রাস্তায়

ফাইল ছবি

রাজধানীর মধ্যবাড্ডায় নির্মাণাধীন ইউলুপের একটি লোহার বিম ভেঙে পড়েছে। শনিবার সকাল সোয়া আটটার দিকে বিমটি ভেঙে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই বাড্ডা-রামপুরা এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ জানিয়েছে,  শনিবার সকালে হঠাৎ ইউলুপের লোহার বিম রাস্তার উপর ভেঙে পড়ে। অাধা ঘণ্টার মধ্যে ট্রাফিক পুলিশ, বাড্ডা থানা পুলিশ ও নির্মাণ শ্রমিকদের সহযোগিতায় সেটি সরিয়ে নেয়া হয়। পৌনে নয়টা থেকে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।

ট্রাফিক উত্তর বিভাগের বাড্ডা জোনের সহকারি কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্মাণাধীন ইউলুপের লোহার বিম রাস্তার উপর ভেঙে পড়ায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছিল। সে সমস্যার সমাধান হলেও যানজট কাটেনি। যাত্রী, চালক ও পথচারীদের অসহযোগিতামূলক আচরণের কারণে যানজট এখনও রয়ে গেছে। রাস্তায় পার্কিং করা গাড়ি সরিয়ে নেয়া হচ্ছে। 


বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর