২০ ফেব্রুয়ারি, ২০১৮ ২০:৫৮

'বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে'

অনলাইন ডেস্ক

'বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে'

ফাইল ছবি

সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী সারাহ বেগম কবরী বলেছেন, বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের আন্দোলনে বাংলার জনগণ সাড়া দেয়নি। 

মঙ্গলবার ঢাকা সঙ্গীত একাডেমির উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

কবরী বলেন, বর্তমান সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেনি বা তাকে সাজাও দেয়নি। আদালত তাকে সাজা দিয়েছে। এখানে সরকারের কোনো হাত ছিল না। 

জনপ্রিয়তা যাচাইয়ের জন্য আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনগণ কোনো সন্ত্রাসী রাজনৈতিক দলকে ভোট দেবে না। বিএনপি হচ্ছে একটি সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন। এই দলটির জন্মই হয়েছিল অবৈধভাবে। 

অধ্যক্ষ মো. সুজাউল করিম চৌধুরী বাবুলের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা মোবারক আলী শিকদার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন। 

বিডি প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর