২১ ফেব্রুয়ারি, ২০১৮ ০৯:০৬

বরিশালে শহীদ মিনার নির্মাণের প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে শহীদ মিনার নির্মাণের প্রতিযোগিতা

বরিশালে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নেমেছিল। 

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পর্যায়ক্রমে জেলা আওয়ামী লীগ সভঅপতি আবুল হাসানত আবদুল্লাহ এমপি ও সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি, সিটি মেয়র আহসান হাবিব কামাল, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান, পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সকল শ্রেণি পেশার মানুষ। 

আজ সকালে বিএনপিসহ বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

একুশের অনুষ্ঠানমালা উপলক্ষে নগরীর সদর রোডের কেন্দ্রিয় শহীদ মিনার এলাকাসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা ছিলো। এদিকে একুশ ফেব্রুয়ারি উপলক্ষে আজ নগরীর রসুলপুর চরে শহীদ মিনার নির্মাণের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অপরদিকে সংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ৪দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিন আজ একুশে ফেব্রুয়ারি।

বিডিপ্রতিদিন/ ২১ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর