২১ ফেব্রুয়ারি, ২০১৮ ০৯:৫০

গাজীপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ফুল আর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে গাজীপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে গাজীপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করে।

গাজীপুর রাজবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর রশীদ ফুল দেন।

পরে ভাষা শহীদ বরকতের পরিবার, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এদিকে, রাত ১২টা ০১ মিনিটে কালিয়াকৈর কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল ও নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এ ছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল, আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠনের পক্ষে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও পুস্পস্তবক অর্পণ করা হয়।

বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর