২১ ফেব্রুয়ারি, ২০১৮ ১৬:২৯

পাসপোর্ট-ভিসা ছাড়া এবার বিমানে কাস্টমস কর্মকর্তা

অনলাইন ডেস্ক

পাসপোর্ট-ভিসা ছাড়া এবার বিমানে কাস্টমস কর্মকর্তা

পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) পর এবার পাসপোর্ট-ভিসা ছাড়া বিমানে চড়তে গিয়ে ধরা পড়লেন কাস্টমসের অবসরপ্রাপ্ত (এলপিআর) রাজস্ব কর্মকর্তা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত রবিবার রাতে এ ঘটনা ঘটে। তবে মঙ্গলবার এ ঘটনা জানা গেছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, এপিআরে থাকা কাস্টমস কর্মকর্তা তোহরা বেগমের ছেলের অস্ট্রেলিয়া যাওয়ার ভিসা ছিল। ছেলের সঙ্গে তোহরা পাসপোর্ট-ভিসা ছাড়াই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওঠার চেষ্টা চালান। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা দিয়ে মঙ্গলবার দুপুরে ছাড়া পান তহুরা বেগম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-ই আজম মিয়া বলেন, আটক সাবেক কাস্টমস কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছিল। পরে আদালতের নির্দেশে জরিমানার টাকা প্রদান করে ছাড়া পান তিনি।

বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর