২২ ফেব্রুয়ারি, ২০১৮ ১০:৩৮

ডিএনসিসি উপ-নির্বাচনের শুনানি পেছাল

অনলাইন ডেস্ক

ডিএনসিসি উপ-নির্বাচনের শুনানি পেছাল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নতুন ৩৬টি ওয়ার্ডের নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে করা আবেদনের ওপর শুনানি  হয়নি। 

নির্বাচন কমিশনের (ইসি) আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ ‘নট টু ডে’ আদেশ দেন। 

পরে আইনজীবীরা জানান, আদালত ‘নট টু ডে’ আদেশ দেওয়ায় এ আবেদনগুলোর শুনানি একদিনের জন্য পেছাল।

এর আগে, ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচন ও নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৬ জানুয়ারি রিট করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১৭ জানুয়ারি শুনানি শেষে আদালত ওই তফসিলের ওপর সব কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত ঘোষণা করেন। 

এরপর ১ ফেব্রুয়ারি স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে নির্বাচন কমিশন। 

বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর