২২ ফেব্রুয়ারি, ২০১৮ ১৭:৩৯

কাফনের কাপড় পরে ঘুরছেন 'রিজভী'

মাহমুদ আজহার

কাফনের কাপড় পরে ঘুরছেন 'রিজভী'

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে কাফনের কাপড় পরে গলায় ফেস্টুন ঝুলিয়ে রাজধানীর নয়াপল্টন এলাকায় ঘুরছেন রিজভী হাওলাদার নামে এক সমর্থক। 

বিএনপি নেতা-কর্মীদের কাছে তিনি 'পাগলা রিজভী' নামেই পরিচিত। গত কয়েকদিন ধরেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাকে কাফনের কাপড় পরিহিত অবস্থায় দেখা যায়। বৃহস্পতিবার দুপুরেও যথারীতি দেখে মেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। 

সারা শরীর জড়িয়ে এবং মাথা মুড়ানো কাফনের কাপড় পরার সাথে দেখা যায় খালেদা জিয়ার মুক্তি দাবি সম্বলিত ফেস্টুন। সেখানে লেখা রয়েছে, অন্যায় অবিচার আর কতকাল। সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবির সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি দেখা যায়। এছাড়া ডান পাশে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবিও লক্ষ্য করা যায়। 

অবশ্য ফেস্টুনের নিচের দিকে রিজভী হাওলাদারের ছবি ঝুলানো রয়েছে। নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যখন তাকে দেখা যায়, তখন সেখানে বেশকিছু পুলিশও অবস্থান করছিল। সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে দেখা যায়।   

রিজভীর গায়ে ঝুলানো ফেস্টুনে লেখা রয়েছে, 'অন্যায় অবিচার আর কতকাল। আমার মাকে মুক্তি দে, নইলে আমায় জেলে দে। আমার মায়ের মুক্তি না হওয়া পর্যন্ত আমরণ অনশণ করবো। গণতন্ত্রের রক্ষক মা জননী বেগম খালেদা জিয়ার পাগল ছেলে রিজভী হাওলাদার।' 

কথা হয় পাগলা রিজভীর সাথে। বাংলাদেশ প্রতিদিনকে তিনি জানান, প্রায় সপ্তাহ ধরেই তিনি এই পোশাকে আছেন। 

খেয়েছেন কি না জানতে চাইলে রিজভী হাওলাদার বলেন, 'আমাদের দেশনেত্রীকে মুক্তি না দেওয়া পর্যন্ত কিছুই খামু না।'

বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর