শিরোনাম
২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ১৭:০১

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শাহবাগে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শাহবাগে বিক্ষোভ

সংগৃহীত ছবি

সরকারি চাকরিতে নিয়োগের পরীক্ষার কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে সহস্রাধিক শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী।

বাংলাদেশ সাধারণ ছাত্রঅধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে রবিবার বেলা ১১টার দিকে শাহবাগে জাতীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ প্রদর্শন করে। 

এ সময় তারা সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার দাবি জানান। একই সঙ্গে কোটার যোগ্য প্রার্থী না পেলে শূন্যপদে মেধায় নিয়োগ, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা ও অভিন্ন বয়সসীমা নির্ধারণেরও দাবি জানান তারা।

প্রায় ৪০ মিনিট বিক্ষোভ চলার পর পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। আগামী ৩ মার্চের মধ্যে দাবি আদায় না হলে পরদিন মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।

বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর