১৭ মার্চ, ২০১৮ ২১:১১

'বঙ্গবন্ধুই প্রথম সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রথা চালু করেন'

অনলাইন ডেস্ক

'বঙ্গবন্ধুই প্রথম সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রথা চালু করেন'

ফাইল ছবি

সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই ১৯৭৪ সালে প্রথম দেশের সাধারণ মানুষের জন্য সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রথা চালু করেছিলেন। বঙ্গবন্ধু দেশের মানুষকে নিজের জীবনের চাইতেও বেশি ভালবাসতেন। তিনি খেটে খাওয়া সাধারণ শ্রমজীবী মানুষের কথা ভাবতেন। তাদের পেটে কীভাবে দু’বেলা খাবার জুটবে তা নিয়ে চিন্তা করতেন।

শনিবার ঢাকার আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতরের অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মুহাম্মদ নুরুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিক, পরিচালক (কার্যক্রম) আবু মো. ইউছুফ প্রমুখ।

বিডি প্রতিদিন/১৭ মার্চ ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর