১৮ মার্চ, ২০১৮ ১৫:৫৫

পাইলট আবিদের স্ত্রীর স্ট্রোক, আইসিইউ'তে ভর্তি

অনলাইন ডেস্ক

পাইলট আবিদের স্ত্রীর স্ট্রোক, আইসিইউ'তে ভর্তি

স্বামী পাইলট আবিদ সুলতানের সঙ্গে আফসানা খানম(ফাইল ছবি)।

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ইউএস-বাংলার পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম স্ট্রোক করে হাসপাতালে ভর্তি রয়েছেন।

রবিবার রাজধানীর উত্তরার বাসায় স্ট্রোক করার পর পরিবারের সদস্যরা তাকে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যান। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালের রিসেপশন কর্মকর্তা তাপসী একটি শীর্ষ স্থানীয় অনলাইন পোর্টালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার পর তার অবস্থা আগের থেকে উন্নতি হলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন। 

গত ১২ মার্চ অবতরণের সময় কাঠমান্ডুর ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাইলট আবিদ সুলতান।

বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর