১৯ মার্চ, ২০১৮ ১৭:১৬

বাড়িতে মশার প্রজননক্ষেত্র থাকলে অর্থদণ্ড ও কারাদণ্ড!

অনলাইন ডেস্ক

বাড়িতে মশার প্রজননক্ষেত্র থাকলে অর্থদণ্ড ও কারাদণ্ড!

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ঘোষণা দিয়েছেন, এডিস মশার প্রজনন ক্ষেত্র কিংবা লার্ভা পাওয়া গেলে বাড়ির  মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড বা কারাদণ্ড দেয়া হবে। আগামী ৮ এপ্রিল থেকে শুরু হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন বাসা-বাড়িতে এই অভিযান।

সোমবার নগর ভবনের আয়োজিত এক মতবিনিময় সভায় মেয়র এ ঘোষণা দিয়েছেন। তিনি আরও বলেন, আমরা আগামীকাল গণবিজ্ঞপ্তি জারি করবো। সব নাগরিক যেন তার বাসা পরিচ্ছন্ন রাখেন। আগামী ৮ এপ্রিল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

সাঈদ খোকন আরও বলেন, যেসব ভবনে এডিসের প্রজনন ক্ষেত্র কিংবা লার্ভা পাওয়া যাবে, ওইসব বাসার মালিককে অর্থদণ্ড বা কারাদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে। ডিএসসিসির আইন ২৬৯-৭০ অনুযায়ী এই জরিমানা করা হবে। আমরা সবাইকে নোটিশ দেব।

বিডি প্রতিদিন/১৯ মার্চ, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর