২০ মার্চ, ২০১৮ ১৮:১৮

উন্নয়ন চিত্র তুলে ধরতে কুমিল্লায় ৫ দিনের কর্মসূচি

কুমিল্লা প্রতিনিধি:

উন্নয়ন চিত্র তুলে ধরতে কুমিল্লায় ৫ দিনের কর্মসূচি

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরতে ৫ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে কুমিল্লা জেলা প্রশাসন। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ কর্মসূচির নানা তথ্য তুলে ধরেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। 

জেলা প্রশাসক জানান, ২০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত এ কর্মসূচিতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, ভূমি সংক্রান্ত সেবাসহ সকলক্ষেত্রে সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের তথ্যচিত্র তুলে ধরা হবে। এছাড়া ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক সেমিনার, চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজিজুর রহমান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবীর ও আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুজ্জামান প্রমুখ।  


বিডি প্রতিদিন/২০ মার্চ ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর