২৩ মার্চ, ২০১৮ ০১:০২

বরিশালে রোগী মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছিত, হাসপাতাল ভাংচুর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে রোগী মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছিত, হাসপাতাল ভাংচুর

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি ওয়ার্ডে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইন্টার্ণ চিকিৎসককে মারধর ও হাসপাতাল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে, রোগীর স্বজনরা অভিযোগ অস্বীকার করে সময়মত যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেছেন । 

মৃত্যুবরণকারী রোগীর নাম খাদিজা বেগম। ভোলা থেকে গতকাল দুপুরে তাকে বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়। খাদিজা প্রসূতি কালিন খিচুনি বা একলামসিয়ায় আক্রান্ত ছিলেন। খাদিজাকে জরুরী অপারেশনের কথা বলে সময়মত অপারেশন করা হয়নি এবং এ কারণে খাদিজার মৃত্যু হয় বলে অভিযোগ করেন রোগীর স্বজনরা। 

এদিকে সময়মত রক্ত এবং অপারেশন করার সামগ্রী স্বজনরা জোগাড় করতে না পারায় সময়মতো অপারেশন করা যায়নি বলে দাবি করেছেন ঐ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ ফরিদা বেগম। এ অবস্থায় অপারেশন থিয়েটারে নেয়ার আগেই খাদিজার মৃত্যু হয়। তখন খাদিজার স্বজনরা ওটি এলাকার গ্লাস ভাংচুর এবং ৩জন ইন্টার্ন চিকিৎসককে মারধর করে বলে অভিযোগ করেন ইন্টার্ণ চিকিৎসকরা। 

এ ব্যপারে যথাযথ পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক।

বিডি প্রতিদিন/২৩ মার্চ, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর