শিরোনাম
১৮ এপ্রিল, ২০১৮ ১৬:০৯

'দেশের মালিকানা একটি গোষ্ঠীর কাছে চলে গেছে'

অনলাইন ডেস্ক

'দেশের মালিকানা একটি গোষ্ঠীর কাছে চলে গেছে'

ফাইল ছবি

দেশের মালিকানা একটি গোষ্ঠীর কাছে চলে গেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটকে রেখে তারা (সরকার) গণতন্ত্রের অবসান ঘটিয়েছে। এদেশের স্বাধীনতা বা মালিকানা একটি গোষ্ঠীর কাছে চলে গেছে। যে কারণে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আলোচনা হচ্ছে। এদেশের মূল ক্ষমতার মালিক বা দেশের মালিক যারা তারা দেশকে অবশ্যই হ্যাকারদের হাত থেকে উদ্ধার করবে। 

আজ জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সাধারণ মানুষ নির্বাচন কমিশনের ওপর আস্থা হারিয়ে ফেলেছে জানিয়ে আমির খসরু আরও বলেন, নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে চেয়েছিল। কিন্তু সে সময় সরকার দেয়নি। তারা বলছে, সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি সরকারের এখতিয়ার। আবার সরকার বলছে, নির্বাচন কমিশন চাইলে সেনাবাহিনী মোতায়েন করতে পারে। 

এসময় তিনি খালেদা জিয়াকে 'মাদার অব ডেমোক্রেসি' অর্থাৎ 'গণতন্ত্রের মা' বলে আখ্যায়িত করেন। 

 বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর