১৮ এপ্রিল, ২০১৮ ১৭:৩৯

বাংলাদেশ প্রতিদিন’র খুলনা ব্যুরো প্রধানের বাবার দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বাংলাদেশ প্রতিদিন’র খুলনা ব্যুরো প্রধানের বাবার দাফন সম্পন্ন

বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর চ্যানেলের খুলনা ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীনের বাবা ইসহাক আলী শিকদারের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ জোহর পূর্ব-রূপসা বাজার দারুস সালাম জামে মসজিদে নামাজে জানাযা শেষে তাকে আল-আকসা আলিয়া মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে মহানগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসহাক আলী শিকদার ইন্তেকাল করেন। দীর্ঘদিন তিনি স্ট্রোকজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে ইসহাক আলী শিকদার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাযায় অংশ নেন-খুলনা মহানগর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর সভাপতি ও মেয়র প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক এসএম কামরুজ্জামান জামাল, খুলনা সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির সাইফুল ইসলাম, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুন্সী মাহাবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক রকিব উদ্দিন পান্নু,  খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু-হাসান, এসএম নজরুল ইসলাম ও এসএম হাবিব, সাংবাদিক নেতা মোস্তফা সরোয়ার, মামুন রেজা, হেদায়েত হোসেন মোল্লা, মো. আনিছুজ্জামান, সাবেক রূপসা উপজেলা চেয়ারম্যান আলী আকবর, নৈহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ। 

এদিকে, ইসহাক আলী শিকদারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ হাসপাতালে ও মরহুমের রূপসা বাগমারা গ্রামের বাড়িতে উপস্থিত হন। এসময় রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াছুর রহমান, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, নৈহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল, মোল্লা সাইফুর রহমান, প্রিয়াম সী ফুডের চেয়ারম্যান মো. আক্তার হোসেন খান, খুলনা ভিশনের পরিচালক হায়দার আলী খোকন, সাংবাদিক তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান মুন্না, নেয়ামুল হোসেন কচি, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম বাবলু, তরুণ চক্রবর্তী বিষ্ণু, ইউপি সদস্য মো. ইলিয়াছ হোসেন, রেহেনা পারভীন রীনা, এইচ এম মিজানুর রহমান, আবু আহাদ হাফিজ বাবু, আব্দুল মান্নান শেখ, আলহাজ আব্দুল কাইয়ুম কোরেশী, স ম আইয়ুব আলী, আলহাজ্ব শাজাহান শেখ মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এদিকে, সাংবাদিক সামছুজ্জামান শাহীনের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুন্সী মাহাবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক রকিব উদ্দিন পান্নু, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, রূপসা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম প্রমুখ। শোক বিবৃতিতে নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর