Bangladesh Pratidin

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০১৮ ১৩:০৫ অনলাইন ভার্সন
জীবনানন্দ উৎসবের দ্বিতীয় দিনে চিত্রাংকন প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
জীবনানন্দ উৎসবের দ্বিতীয় দিনে চিত্রাংকন প্রতিযোগিতা

রূপসী বাংলার কবি, প্রেমের কবি, নিসর্গের কবি, প্রকৃতির কবি জীবনানন্দ দাশের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে চলছে জীবনানন্দ উৎসব। আজ বৃহস্পতিবার উৎসবের দ্বিতীয় দিন শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে চিত্রাংকন প্রতিযোগিতায় রূপসী বাংলা ফুটিয়ে তোলা হয়। জেলা প্রশাসন আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের অর্ধশত ক্ষুদে শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে সেখানে কবি আলাপন অনুষ্ঠিত হয়। 

৩ দিনব্যাপী উৎসবে বরিশাল অঞ্চলের উদীয়মান কবি, সাহিত্যিক ও সুধী সমাবেশ ও স্বরচিত কবিতা পাঠ, 'রূপাকাশ্রয়ী কবি জীবনানন্দ দাশ' শীর্ষক সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সম্মাননা প্রদানসহ নানা আয়োজন রয়েছে। এছাড়া গত বুধবার থেকে নগরীর অশ্বিনী কুমার হলে চলছে বইমেলা। শুক্রবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব সমাপ্ত হবে।  

বিডি প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৮/ফারজানা

আপনার মন্তব্য

up-arrow