১৯ এপ্রিল, ২০১৮ ১৫:৩১

ইন্টারনেটে নয়, অযত্নে বিপথগামী হয় সন্তান: জব্বার

অনলাইন ডেস্ক

ইন্টারনেটে নয়, অযত্নে বিপথগামী হয় সন্তান: জব্বার

ফাইল ছবি

ইন্টারনেটের কারণে নয়, বাবা-মায়ের অবহেলার কারণে সন্তানরা বিপদগামী হয় বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে ‘ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা’ শীর্ষক এক সচেতনতামূলক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ইন্টারনেটকে পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি উল্লেখ করে মন্ত্রী বলেন, এই ইন্টারনেট থেকে তাদের সরিয়ে রেখে আমরা তাদের কী শেখাব? সন্তান বিপথগামী হয় বাবা মায়ের যত্নের অভাবে, পারিপার্শ্বিকতার কারণে। ইন্টারনেটে ঢুকে গেমস খেললে ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাবে, আমি এটা মনে করি না।

মোস্তাফা জব্বার বলেন, “প্রযুক্তির  ভালো দিকের পাশাপাশি অনেক খারাপ দিকও রয়েছে। আজকে কন্যা শিশুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করতে না করতেই সে হয়রানির শিকার হচ্ছে, তাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করছে, ছবি বিকৃত করছে বা ভিডিও করে নানভাবে প্রচার করছে।

এসব অপরাধীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, যতভাবেই লুকানোর চেষ্টা করুক না কেন, আমরা মাটি খুঁড়ে তাদের বের করে আনব। আমাদের এখন সেসব প্রযুক্তি রয়েছে।

বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর