২১ এপ্রিল, ২০১৮ ১৩:১৯

বরিশালে ৩ দিনব্যাপী জীবনানন্দ উৎসবের সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে ৩ দিনব্যাপী জীবনানন্দ উৎসবের সমাপ্তি

বরিশালে তিন জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে জেলা প্রসাশন আয়োজিত তিন দিনব্যাপী জীবনানন্দ উৎসব সমাপ্ত হয়েছে। শুক্রবার রাতে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্তি জেলা প্রশাসক আবুল কালাম আজাদের সঞ্চলনায় সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল-২ আসনের এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথি ছিলেন সরকারী বিএম কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. শফিকুর রহমান সিকদার, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এসএম ইকবাল। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি হেনরি স্বপন, বীর মুক্তিযোদ্ধা গণশিল্পি মো. আক্কাস হোসন এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী। 

এবারের তিন দিনব্যাপী কবি জীবনানন্দ উৎসবের শেষ দিনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন এবং জীবনানন্দ গবেষক কবি হেনরী স্বপনসহ তিনজনকে মানপত্র, ক্রেস্ট ও সম্মানী প্রদান করেন অতিথিবৃন্দ। 

পরে মঞ্চে কবি জীবনানন্দের কবিতা আবৃত্তি পাঠ, আবহমান বাংলার বিভিন্ন গান, নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে আগামীতে বঙ্গবন্ধু উদ্যানে আরও বড় পরিসরে জীবনানন্দ মেলা আয়োজনের ঘোষণা দেন। 

এর আগে গত বুধবার অশ্বিনী কুমার টাউন হলে তিন দিনব্যাপী জীবনানন্দ উৎসবের উদ্ধোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম। 


বিডি প্রতিদিন/২১ এপ্রিল ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর