২১ এপ্রিল, ২০১৮ ১৪:২৩

'সাংবিধানিক সরকার অসাংবিধানিক সরকারের চেয়ে নিরাপদ'

অনলাইন ডেস্ক

'সাংবিধানিক সরকার অসাংবিধানিক সরকারের চেয়ে নিরাপদ'

ফাইল ছবি

দেশে সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে হবে। সাংবিধানিক সরকার অসাংবিধানিক সরকারের চেয়ে নিরাপদ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে শনিবার দুপুরে মিট দ্য প্রেসে তিনি এসব কথা বলেন।
ইনু বলেন, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগুন সন্ত্রাস, জঙ্গী মদদদাতা পাকিস্তানী দোসরদের ক্ষমতার বাইরে রাখতে হবে।
তিনি বলেন, যেসব নেতারা চুরি-চামারি করে তারা জেলে থাকবেন এটাই স্বাভাবিক। তবে তাদের দলতো নিবন্ধিত, তারাতো নির্বাচনে অংশ নিতে পারে। খালেদা জিয়ার ভাগ্য নির্ধারণ করবে আদালত আর নির্বাচনে পরিচালনা করবে নির্বাচন কমিশন।

মিট দ্য প্রেসে ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভসহ সাংবাদিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর