২২ এপ্রিল, ২০১৮ ০৯:৫২

পা হারানো রোজিনাকে পঞ্চাশ হাজার টাকা দিল বিআরটিসি

অনলাইন ডেস্ক

পা হারানো রোজিনাকে পঞ্চাশ হাজার টাকা দিল বিআরটিসি

রাজধানীর বনানী এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে পা হারানো রোজিনাকে নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। শনিবার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রোজিনাকে দেখতে যান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম এবং বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব রোজিনার পরিবারের সদস্যদের কাছে চিকিৎসার জন্য বিআরটিসির পক্ষ থেকে ওই টাকা তুলে দেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ সময় জানান, প্রয়োজনে ভবিষ্যতে আরও সহায়তা করা হবে।

বিআরটিসির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে রোজিনার পরিবারের সদস্যদের বিআরটিসির চেয়ারম্যান জানান, বাসের চালককে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থার পাশাপাশি তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

এর আগে শুক্রবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ির সামনে বিআরটিসির দোতলা বাসের চাপায় রোজিনা পা হারায়। তিনি বনানী নিকেতনের একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন।


বিডি প্রতিদিন/২২ এপ্রিল ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর