২২ এপ্রিল, ২০১৮ ১৫:১৯

খুলনায় আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীকে ইসির নোটিস

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীকে ইসির নোটিস

ফাইল ছবি

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থীকে কারণ ব্যাখ্যা চেয়ে নোটিস দিয়েছে নির্বাচনের রিটার্নিং অফিসার। 

আজ রবিবার দুপুরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক ও বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে এই নোটিস দেয়া হয়। নির্বাচনী আচরণ বিধি-৫ অনুসারে প্রতীক বরাদ্দের আগেই এই দুই মেয়র প্রার্থী প্রতীকের ছবি প্রদর্শন করে প্রচারনা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।    

রিটার্নিং অফিসার ও খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বাংলাদেশ প্রতিদিনকে জানান, বিভিন্ন পত্রপত্রিকায় প্রতীকের ছবিসহ দুই মেয়র প্রার্থীর প্রচারনার খবর ছাপা হয়েছে। যা আচরনবিধির লঙ্ঘন। এ কারণে দুই মেয়র প্রার্থীকে কারণ ব্যাখ্যা চেয়ে নোটিস দেয়া হয়েছে। আগামীকাল সোমবার বিকাল ৪ টার মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে। 


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসী

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর