২৩ এপ্রিল, ২০১৮ ১৭:৪২

কুমিল্লায় খালেদা জিয়ার দু'টি মামলার জামিন আবেদনের শুনানি

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় খালেদা জিয়ার দু'টি মামলার জামিন আবেদনের শুনানি

ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন লাগিয়ে আটজন হত্যা এবং একই উপজেলার কাভার্ডভ্যান পোড়ানোর পৃথক দুটি মামলায় হুকুমের আসামি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন আজ কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে শুনানি হয়েছে। আদালতের বিচারক বেগম জেসমিন আরা বেগম উভয় পক্ষের যুক্তিতর্ক শোনার পর আদেশ পরবর্তীতে দেয়া হবে বলে জানান। বিকাল পাঁচটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শুনানির কোন আদেশ পাওয়া যায়নি। 

এদিকে, চলতি মাসের ১০এপ্রিল কুমিল্লার ৫ নং আমলী আদালতের বিচারক মোস্তাইন বিল্লাহ খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরবর্তীতে তার আইনজীবীরা ১৬ এপ্রিল জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে আদালত ২৩ এপ্রিল শুনানির দিন ধার্য্য করেন। 

খালেদা জিয়ার পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এডভোকেট সানাউল্লাহ মিয়া,এডভোকেট কাইমুল হক রিংকুসহ শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিটর (পিপি) মোস্তাফিজুর রহমান লিটনসহ আরো অনেকে। 

উল্লেখ্য, ২০১৫ সালের ২৩ জানুয়ারি চৌদ্দগ্রামে পৌরসভার হায়দারপুলে একটি কাভার্ডভ্যান পোড়ানোর অভিযোগে খালেদা জিয়াসহ ৩২ জন এবং একই সনের ৩ ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রামে জগমোহনপুরে বাসে পেট্রলবোমা মেরে আগুন লাগিয়ে আটজন মারা অভিযোগে খালেদা জিয়াসহ ৬৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেওয়া হয়।  

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর