২৪ এপ্রিল, ২০১৮ ১৪:৫৭

খুলনা সিটি নির্বাচন; প্রতীক পেয়েই প্রার্থীরা মাঠে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি নির্বাচন; প্রতীক পেয়েই প্রার্থীরা মাঠে

প্রতীক হাতে পেয়েই প্রচারণার মাঠে নেমে পড়েছেন খুলনা সিটির মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বিশেষ করে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক ও নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার সকালে নিজ নিজ দলীয় প্রতীক সংগ্রহ করেন। এর পরপরই নগরীর বিভিন্ন এলাকায় সহকর্মী ও সর্মর্থকদের নিয়ে প্রচারণায় নেমে পড়েন।

জানা যায়, আজ খুলনা প্রেসক্লাবে ‘নৌকার জয় বাংলার জয়’ এই শ্লোগানকে সামনে রেখে নির্বাচনী ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে মেয়র প্রার্থী আব্দুল খালেকের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নৌকা প্রতীক সংগ্রহ করেন তিনি। প্রতীক পাওয়ার পর তিনি মহানগরীর পিকচার প্যালেস মোড় থেকে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ ও নগরবাসীর সাথে কুশলাদি বিনিময় করেন।

সেখান থেকে এসে তিনি মহানগরীর দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে রবিবার বাগেরহাটের হয়রত খাজা খানজাহান আলী (রহ:) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তালুকদার আব্দুল খালেক তার নির্বাচনী কাজ শুরু করেন।

অপর দিকে ২০ দলীয় জোট সমথিত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীক হাতে পেয়েই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সকাল সাড়ে ৯টার দিকে নির্বাচনী প্রতীক গ্রহণ করেন মঞ্জু। এর পর দলীয় কার্যালয়ে সর্বস্তরের নেতাকর্মী ও ২০ দলীয় জোটের নেতাদের উপস্থিতিতে দোয়া মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। মঙ্গলবার ফজরের নামাজ আদায়ের পর টুটপাড়া কবরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করেছেন তিনি।

বিডি প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর